
আমাদের মাদ্রাসায় স্বাগতম
এমন হাফেজ ও স্কলার তৈরির লক্ষ্য নিয়ে আমাদের যাত্রা শুরু, যারা ইসলামি ও আধুনিক উভয় শিক্ষায় পারদর্শী। একটি প্রথাগত মাদ্রাসা থেকে বিবর্তিত হয়ে আমরা এখন বাংলাদেশ শিক্ষা বোর্ড স্বীকৃত একটি পূর্ণাঙ্গ শিক্ষা কেন্দ্রে পরিণত হয়েছি।
আধ্যাত্মিক বিকাশের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে রয়েছে উন্মুক্ত ও বিশাল খেলার মাঠ।
যুগোপযোগী ও ব্যবহারিক শিক্ষার জন্য রয়েছে আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ কম্পিউটার ও বিজ্ঞান ল্যাব।

হিফজুল কুরআনের পাশাপাশি আধুনিক শিক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস
মাদ্রাসার পাশে দাঁড়ান

আমাদের শিক্ষার ৪টি মূল স্তম্ভ
পবিত্র কুরআন হিফজ ও নিবিড় তত্ত্বাবধান
গণিত, ইংরেজি ও বিজ্ঞান শিক্ষা
সরকারি কারিকুলাম ও সনদপ্রাপ্ত
ইসলামি মূল্যবোধ ও নৈতিকতা

যা আমরা অর্জন করেছি
Khalid Bin Walid (Ra:) Academia Madrasah
আমরা খালিদ বিন ওয়ালিদ (রা.) একাডেমিয়া মাদ্রাসা। সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ (রা.)-এর সাহসিকতা ও নেতৃত্বের অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি গতানুগতিক ধারার বাইরে একটি ব্যতিক্রমী শিক্ষা কেন্দ্র। আমরা বিশ্বাস করি, প্রকৃত শিক্ষা হলো তাই যা একজন শিক্ষার্থীকে দ্বীনি জ্ঞানে সমৃদ্ধ করার পাশাপাশি আধুনিক পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করে।
হিফজ ও আরবি ভাষার পাশাপাশি ইংরেজি, গণিত এবং বিজ্ঞানের মতো প্রতিটি বিষয়ের জন্য রয়েছে আলাদা ও দক্ষ শিক্ষক।